হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
” মুজিববর্ষে অঙ্গিকার দেশের প্রতি মানুষ খাদ্য পাবে,আশ্রয় পাবে,শিক্ষা পাবে,উন্নত জীবনের অধিকারী হবে এই হচ্ছে আমার স্বপ্ন“ সিরাজগঞ্জে ৪র্থ পর্যায়ে ৪১৭ টি ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ নির্মাণকরা ঘরের কাগজপত্র প্রদান করা হয়েছে।
এ উপহার পেয়ে ভুমিহীন ও গৃহহীন মানুষেরা খুব খুশি হয়েছেন। তারা বলেন, ‘ছিলাম ভূমিহীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের ভুমিহীন মানুষদের মাথা গোঁজার ঠাঁই উপহার হিসেবে জমি ও ঘর দিয়েছে। আমরা এখন আর ভুমিহীন বা গৃহহীন নয়। আমরা এখন জমি ও ঘরের মালিক হয়েছি। শেখ হাসিনা আমাদের দিয়েছেন একটি স্বপ্নের ঠিকানায়। জমিসহ এ ঘর পেয়ে আমরা আনন্দিত।
২২ মার্চ বুধবার সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে উপকার ভোগীদের মাঝে এসব ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বির সভাপতিত্ত্বে আয়োজিত গৃহপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভুমিহীনদের মাঝে ঘরের চাবি সহ সার্টিফিকেট ও অন্যান্য কাগজজাদি হস্তান্তর করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পুলিশ সুপার (বিপিএম) পিপিএম বার আরিফুল ইসলাম মন্ডল, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ সদর কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট (ভূমি) এস এম রকিবুল হাসান, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, আওয়ামিলীগের -ঘুগ্ন সাধারন সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, গাজী সোহরাব আলী সরকার সহ সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নুরুল হক, ইউপি চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লা, ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন সেখ, ইউপি চেয়ারম্যান নবীদুল ইসলাম,ইউপি চেয়ারম্যান শেখ সেলিম, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সি সহ সদর উপজেলা পরিষদ ও জেলা প্রশাসক কার্যালয়ের সকল কমকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এসব ঘরের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলায় ১৮০ , রায়গঞ্জ ১০০, উল্লাপাড়া ১০৭, কাজিপুরে ৩০ টি গৃহহীন পরিবার এ ঘর পেয়েছে। এর আগে প্রথম দফায় এ জেলায় সদর ও সকল উপজেলায় ৭৯৬, দ্বিতীয় দফায় ৪৮১, তৃতীয় দফায় ৮৩৮, চতূর্থ দফায় সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া রায়গঞ্জ এবং কাজিপুর ৪১৭ টি ভূমিহীন পরিবার জমিসহ ঘর পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।