সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের মানববন্ধন
দৈনিক হ্যালো বাংলাদেশ ডেস্ক :
প্রকাশিত :
সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
১৯১
বার পঠিত
হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার( ২৮ নভেম্বর) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ এর চাকরী প্রত্যাশী বৃন্দের আয়োজনে সাংগঠনিক সম্পাদক আনন্দ সাহা এর সভাপতিত্বে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আনন্দ সাহা, মুঞ্জর আহমেদ ,ইয়াসির হামিদ , বিপুল সরকার, মানিক সরকার, নাজমুল হোসাইন, সপ্না খাতুন,বাবুল সরকার, জামিল আকন্দ। উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশীগণ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, প্রাথমিক অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতখুক্ত সহকারী শিক্ষক পি,ই,ডিপি-৪ এর আওতায় শুন্য পদে শিক্ষক নিয়োগ-২০২০ একই বছরের অক্টোরে প্রকাশিত হয়। করোনা মহামারিসহ বিভিন্ন কারনে তা পেছানো হয়েছে। নিয়োগ কার্যক্রম দীর্ঘদিন পিছানোর কারনে চাকুরী প্রত্যাশীরা হতাশায় দিনাতিপাত করছে। এতে করে অনেক চাকরি প্রত্যাশীদের হতাশ হতে হয়েছে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এ সর্বোচ্চ সংখ্যক পদ বৃদ্ধি করে দ্রুত ফলাফল প্রদানের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানানো হয়। সেখানে বক্তারা বলেন, শূন্য পদের বিপরীতে ১ লাখ ৫১ হাজার চাকরি প্রত্যাশীর মধ্যে থেকে আগের সিদ্ধান্ত অনুযায়ী ৫৮ হাজার কোটায় নিয়োগ চাই। আমাদের দাবি না মানলে এ আন্দোলন অব্যাহত থাকবে।