জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান
হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১১ ডিসেম্বর ২০২২) দুপুরে জেলা প্রশাসকের কার্য্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জ আয়োজনে এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সাথে সমন্বয় সভার সভাপতি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহার, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, বিপি এম ( বার) পিপি এম( বার), সিভিল সার্জন ডাঃ রামপদ রায়, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ , মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক কানিজ ফাতেমা , বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, এছাড়া জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্যগণ। সিরাজগঞ্জ ব্র্যাক জেলা সমন্বয়কারী মো: রইচ উদ্দিন, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম, প্রমুখ।
সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে যে কার্যক্রম বাস্তবায়ন করছে সে সংক্রান্ত উপস্থাপনা করেন জনাব সুফিয়া বেগম জোনাল ম্যানেজার, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, রাজশাহী । সমন্বয় সভার উদ্দেশ্য ছিল বাল্য বিয়ে প্রতিরোধে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধন, বাল্য বিয়ে হ্রাসকরণে চ্যালেঞ্জগুলি চিহ্নিত করাও ভবিষ্যত কর্মকৌশল নির্ধারন করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকরি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা।সভায় বর্তমান পরিস্থিতিতে বাল্যবিবাহ প্রতিরোধের ক্ষেত্রে চ্যালেঞ্জসমুহ চিহ্নিত করে চ্যালেঞ্জ উত্তোরণের উপায় এবং কর্মকৌশল নির্ধারন করা হয়।