হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
“প্লাস্টিক দূষণের সমাধানে-সামিল হই সকলে” এই প্রতিপাদ্যকে সামনে খে সিরাজগঞ্জে আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে শিশু- কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চারটি গ্রুপে শতাধিক শিশু অংশগ্রহণ করেছে।
রবিবার (২৮ মে, ২০২৩) বিকেলে বাংলাদেশ শিশু একাডেমী, সিরাজগঞ্জে জেলা প্রশাসনের সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের আয়োজনে শিশু- কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমী, সিরাজগঞ্জ এর জেলা শিশু অফিসার জনাব মোস্তফা কামাল, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রাশেদ হোসাইন, পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল গফুর, রবীন্দ্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক জনাব নূরে আলম হিরা ।
উল্লেখ্য আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে সকাল ৯ টায় বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে চিত্রাঙ্কনে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।