হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ ১০ দিনব্যাপী, বিসিক উদ্যোক্তা মেলা, শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৬ ফেব্রুয়ারি ২০২৩) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে,বিসিক উদ্যোক্তা মেলা, শহরের মুক্তির সোপান চত্বরে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা সিরাজগঞ্জ এর শুভ উদ্ভোধন করেন বিসিক এর চেয়ারম্যান, মুহঃ মাহবুবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি গোলাম আবু ইউসুফ সূর্য, আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক কার্যালয়, বিসিক, রাজশাহী মোঃ রেজাউল করিম সরকার সহ বিসিকের অন্যান্য কর্মকর্তা ও সহযোগীবৃন্দ,।
প্রধান অতিথি’সহ বক্তারা বলেন, বঙ্গবন্ধুর হাতের গোড়া প্রতিষ্ঠান বিসিক, বিসিক উদ্যোক্তা মেলা ১০ দিনব্যাপী তাঁত, কুটির ও ক্ষুদ্র শিল্পের মাধ্যমে উদ্যোক্তাদের স্বল্প পরিমাণে ঋণ দিয়ে করোনার মধ্যে উদ্যোক্তা তৈরী করেন।
বিসিক শিল্প পার্ক সিরাজগঞ্জ চালু হলে ১ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরী হবে। বিসিক উদ্যোক্তা মেলার মাধ্যমে উদ্যোক্তা বৃদ্ধির জন্য এই মেলার আয়োজন করেন।