হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এর জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালনের ঘোষনার দাবীতে মানববন্ধন গতকাল শুক্রবার শহরের সমাজ কল্যান মোড়ে অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন। অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ ভূমিহীন আন্দোলোন কমিটির সভাপতি মেরাজ মোল্লা, সহ-সভাপতি আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী, জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, সিরাজগঞ্জের কৃতি সন্তান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন আওয়ামী মুসলিম লীগের সভাপতি। যা পরবর্তীতে আওয়ামী লীগ নামকরন করা হয়। মজলুম জননেতা হিসেবে তার অবদান ইতিহাসের স্বর্নাক্ষরে লেখা। অথচ নিজ জেলায় তার স্মৃতিতে কোন স্থাপনা নেই। তার জন্ম ও মৃত্যু বার্ষিকী তেমন পালন করা হয় না। অনতিবিলম্বে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এর জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালনের ঘোষনার দাবী জানিয়ে মানববন্ধন শেষ হয়।