হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে শিশু জন্ম নেওয়ার কয়েক দিনের মধ্যে নিকটতম ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন করলেই শিশু পাচ্ছে উপহার। সোমবার (৯ জানুয়ারী) দুপুর ১২ টায় জেলার সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ মোঃ হাকিম আলী ও মোঃ আঃ রহমান ইসলাম দুই শিশুর মায়ের হাতে শীতের জামা, হ্যান্ড স্যানিটাইজার,ডেটল সাবান, তেল ও বিভিন্ন ধরনের সুরক্ষা উপকরণ উপহার সামগ্রী সহ জন্ম নিবন্ধন মুল কপি তুলে দেওয়া হয়েছে। সঠিক সময়ে সব বাবা-মাকে সন্তানের জন্ম নিবন্ধনে উৎসাহিত করতেই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন চেয়ারম্যান। তার এই উদ্যোগটি এলাকায় প্রশংসনীয় হয়ে উঠেছে। স্বাগত জানিয়েছেন ইউনিয়নের সর্বস্তরের মানুষ। শিশুদের জন্ম নিবন্ধন করতে উৎসাহিত হচ্ছেন জন্মদাতারা।
উপহার পেয়েছেন, খাগা গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও ইসলামপুর গ্রামের মোঃ হারুনের ছেলে। তারা জানান, জননেত্রী শেখ হাসিনার ঘোষনায় নাগরিক অধিকার নিশ্চিত করতে নির্ভুল জন্ম নিবন্ধন করেছি। এছাড়াও আমার ছেলের উপহার পেয়ে আমার অনেক ভালো লাগছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই এরকম ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করার জন্য।
চেয়ারম্যান ফরহাদ হোসেন সেখ বলেন, নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব,শুদ্ধ তথ্যভান্ডার গড়ব। শুধু জন্ম নিবন্ধনই নয়, সবার বাড়িতে বাড়িতে কর ট্যাক্স প্রদানের পাশ বই ফ্রী তে সবার মাঝে বিতরণ করছি। এমনকি বহুলী ইউনিয়নে প্রতিটি বাড়ীর মূল গেটেই বোর্ড দেওয়া হয়েছে সেই বোর্ডে সরকারের জ্বরুরী সেবা ফোন নং রয়েছে যেমন (১) ফায়ার সার্ভিস, পুলিশের হট নং ৯৯৯ এবং অন্যন্য সেবা পাওয়ার নং রয়েছে। স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে ও সরকারের নানামুখী কর্ম পরিকল্পনা বাস্তবায়নে শতভাগ কাজ করছি। শতভাগ হোল্ডিং ট্যাক্স ও ভূমি উন্নয়ন কর আদায়, স্ট্যান্ডিং কমিটির মিটিং, গ্রাম আদালতকে কার্যকর করা, উন্মুক্ত বাজেট ঘোষণাসহ নাগরিকত্ব সনদপত্র দিতে সরকারি নির্দেশনাকে অনুসরণ করছি।