হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতনিধি:
সিরাজগঞ্জে শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৭ মার্চ ২০২৩ ) সকালে ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, এমপি, ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন ফারুক, জেলা পরিষদের সদস্য মোঃ একরামুল হক একরাম।
সে সময় আরো ও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ মহিউদ্দিন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রেদওয়ানুল হক সোহাগ, । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রর পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ তরিকুল ইসলাম।