- সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সবুজ কানন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ মার্চ ২০২৩) সকালে সবুজ কানন স্কুল এন্ড কলেজে মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংঙ্গীত পরিবেশন এবং আকাশের শান্তির প্রতিক সাদা কবুতর পায়রা ও ফেস্টুন উড়িয়ে ও শপথ গ্রহনের মধ্যেদিয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষণা করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পৌরসভার ১ নং প্যানেল মেয়র মোঃ নূরুল হক । শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সবুজ কানন স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম , বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার তরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি তার বক্তব্য বলেন, খেলাধুলা সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড় সূলভ মনোভাব তৈরির দ্বার উন্মক্ত হয়। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটবে। তিনি আরো বলেন, সরকার শিক্ষাক্ষেএে উপবৃত্তি প্রদান করেছে। তখনই ছেলে মেয়েরা এমনিতেই স্কুল মুখী হচ্ছে। যার ফলে আগামীতে আমরা স্মার্ট বাংলাদেশ গঠনে এগিয়ে যাবো।
বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হাতে তুলেদেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবীর,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ, , সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, এছাড়াও আরো উপস্থিত ছিলেন,সবুজ কানন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ মাসুদ আলম, সিনিয়র শিক্ষক মোঃ লুৎফর রহমান,এস এম সাদেক রেজা, মোঃ মাহবুবুল আলম, সবুজ কানন স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য মোঃ রফিকুল ইসলাম, সাবেক অভিভাবক সদস্য মোঃ রেজভি হাবিব রানা, ও মোঃ ময়নুল ইসলাম, ক্রীড়া পরিচালনা করেন, সহকারী শিক্ষক নূরে আলম হীরা প্রমূখ। প্রায় ৩৭ টি খেলায় প্রতিযোগী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এবং অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে ৫১ তম শীতকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর ছাএ ছাএীদের মাঝে সনদপত্র তুলে দোওয়া হয়। এছাড়াও অতিথি অভিভাবকদের নিয়ে বিভিন্ন রকম খেলা অনুষ্ঠিত হয়।