হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে স্মার্ট ডিস্ট্রিক্ট ভিশন ও ভিশন বাস্তবায়নে কর্মপরিকল্পনা নির্ধারণ সম্পর্কিত কর্মশালা সিরাজগঞ্জ সদর ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সহকারী প্রোগ্রামার এবং জেলা পর্যায়ে কর্মকর্তাগণদেরকে নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৭ এপ্রিল ২০২৩) সকাল ১০. ৩০ মিনিটে অফিসার্স ক্লাব সিরাজগঞ্জে জেলা প্রশাসন, সিরাজগঞ্জ এর আয়োজনে স্মার্ট ডিস্ট্রিক্ট ভিশন ও ভিশন বাস্তবায়নে কর্মপরিকল্পনা নির্ধারণ সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটি ও শিক্ষা) মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন করেন কর্মশালার প্রধান অতিথি জেলা প্রশাসক সিরাজগঞ্জ মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময়ে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ মোবারক হোসেন, জেলা প্রশাসক কার্য্যালয়ের এনডিসি মোঃ রেদওয়ান আহমেদ রাফি, প্রমূখ,।
উল্লেখ্য স্মার্ট ডিস্ট্রিক্ট ভিশন ও ভিশন বাস্তবায়নে কর্মপরিকল্পনা নির্ধারণ সম্পর্কিত কর্মশালায় স্মার্ট ভিশনের উপরে গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে স্মার্ট কর্ম পরিকল্পনা কর্মশালায় ভালো প্রেজিন্টেশন উপস্থাপনায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম স্থান অধিকার করে উল্লাপাড়া উপজেলা, দ্বিতীয় স্থান অধিকার করে সিরাজগঞ্জ সদর উপজেলা এবং তৃতীয় স্থান অধিকার করে তাড়াশ উপজেলা। বিজয়ী অধিকারীদের ইউএনও দের হাতে সন্মাননা কেস্ট হাতে তুলে দেওয়া হয়। কর্মশালার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটিও শিক্ষা) মোঃ রায়হান কবির ।