হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে সামাজিক আচরণ পরিবর্তনে যোগাযোগ ও জীবন রক্ষাকারী মৌলিক আচরণসমুহ বিষয়ক মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকগণের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৮ জানুয়ারি) দুপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, সিরাজগঞ্জ ও ইসলামিক ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণ একাডেমি ঢাকা আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ এর বাস্তবায়নে, ও ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহায়তায় ২ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুভ উদ্ভোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ( উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ এর উপ- পরিচালক মোহাম্মদ ফারুক আহাম্মদ ।
প্রধান অতিথি তিনি তার বক্তব্য বলেন, ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠাতা করে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম ধর্ম আমাদের সকল মুসলমানদের কে সম্মানিত করেছেন। মহান আল্লাহ পাকের দিক নিদের্শন গুলি ও নবী রাসূলের সূন্নত গুলি সঠিক ভাবে পালন করবে। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে আমাদের সকলকে খাবারের পূর্বে ভালো ভাবে হাত ধুঁয়ে নিতে হবে। একটি শিশু জন্ম গ্রহণ করলে ঐ শিশুকে ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় গিয়ে জন্মনিবন্ধন সকলের করা উচিৎ। মোয়েদের জন্মনিবন্ধন বিষয়ে মা এবং বাবারা তাদের সন্তানের সঠিক তারিখ জন্মনিবন্ধন করেনা মেয়েদের সঠিক বয়সটি লুকিয়ে রাখে। এতে বাবা মায়েরা সন্তানদেরকে মিথ্যা আচরায় নিচ্ছে। আজকে সামাজিক আচরণ পরিবর্তনে যোগাযোগ ও জীবন রক্ষাকারী মৌলিক আচরণ সমূহ কার্যক্রমের শিক্ষকগনেণের প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স কর্মশালায় শুধু মাএ মহিলাদের অংশগ্রহণে। সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশন সকল সময়ে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। একই সংগে ধন্যবাদ জানাই ইউনেসেফ কে ও ইসলামিক ফাউণ্ডেশন কে তিনি বলেন বিভিন্ন সময়ে অসহায় মানুষদের পাশে থেকে হাতে কলমে শিক্ষা ও প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী ভাবে গড়ে তুলবে। এই প্রশিক্ষণ গ্রহণ করে তারা অন্যজনদের মাঝে ছড়িয়ে দিবে। মাতৃ কালীন সাস্থ্য বিষয় সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে, এবং গর্ভবতী মহিলাদের শরীরের দিকে লক্ষ রাখতে হবে, এবং তাদের কে খুব খেয়াল রাখতে হবে। এবং নবজাতক শিশুও বয়স্ক ব্যাক্তিদের বিষয়ে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে আমাদের সকলকে খাবারের পূর্বে ভালো ভাবে হাত ধুঁয়ে নিতে হবে। সমাজে বাল্যবিয়ে প্রবানতা বেশি লক্ষ্য করা যায়। তিনি আরো বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি এ থেকে আমাদের সকলের উচিৎ ১৮ বৎসর নিচে মেয়েদেরকে বিয়ে না দেওয়া। ২ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।