হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’ যথার্থ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা, বনার্ঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার( ৩ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসনের ও সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিরাজগঞ্জ ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এবং স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ সিরাজগঞ্জের আয়োজনে ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবের মিল্লাত মুন্না, এমপি। পরে শোভাযাত্রাটি কোর্ট চত্বর প্রদক্ষিণ করে অফিসার ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিরাজগঞ্জ গণপতি রায় এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেম, অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও হুইল চেয়ার হাতে তুলে দেন প্রধান অতিথি সিরাজগঞ্জ কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ হাবিবে মিল্লাত বলেন, প্রতিবন্ধী দিবসে সমাজে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও মনোভাব বদলাতে হবে, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। বিশেষ গুণের অধিকারী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সার্বিক সাফল্য অর্জন সম্ভব নয়। এজন্যই সরকার প্রতিবন্ধীদের কল্যাণে এবং তাদেরকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে অত্যন্ত আন্তরিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল করিম মুক্তা, কামারখন্দ পুলিশ সার্কেল আদনান মুস্তাফিজ, পৌর আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান।