সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
দৈনিক হ্যালো বাংলাদেশ ডেস্ক :
প্রকাশিত :
সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
১৮০
বার পঠিত
হাসান চেৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
“”বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা আজ উন্নয়নের মহাসড়কে””।
উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষে সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা এবং পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (২৮ নভেম্বর) সোমবার সকালে সিরাজগঞ্জ জেলা পরিষদ চত্বরে সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান (সাবেক মন্ত্রী) আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে ও নবনির্বাচিত সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আলহাজ্ব হোসেন আলী হাসান,সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সুর্য, সহ-সভাপতি আলহাজ্ব ইসাহাক আলী, সংরক্ষিত মহিলা আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নারী নেত্রী নারী উদ্দোক্তা সেলিনা বেগম স্বপ্না, সাবেক জাতীয় সংসদ সদস্য ও উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ, উল্লাপাড়া পৌর মেয়র নজরুল ইসলাম,শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন, বেলকুচি পৌরসভার সাবেক পৌর মেয়র ও সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান (সাবেক মন্ত্রী) আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের সহধর্মিণী বেগম আশানুর বিশ্বাসসহ বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগন উপস্থিত ছিলেন
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ৭৫ এ ১৫ আগষ্ট কালরাত্রিতে মহান স্বাধীনতার স্বপ্নদ্রোষ্টা ও সমগ্র বাঙালী জাতির অর্থনৈতিক মুক্তির দুত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত শেষে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা এবং জেলা পরিষদের প্রথম সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের সচিব মোছাঃ কামরুন্নাহার, আব্দুল মান্নান, উচ্চমান সহকারী সেলিনা পারভীন, মুকুল হোসেন প্রমুখ।