হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনাসভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৭ ফেব্রুয়ারি ২০২৩) বিকেলে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে ৫৪ তম, প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনাসভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কর্তন করেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
িএসময় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদ্য যুগ্ম সাধারন সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সুর্য, আলহাজ্ব আবু ইসহাক আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল তারা এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম আহসান হাবীব এহসান, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সুলতান মাহমুদ, প্রধান শিক্ষক মোছাঃ শামীম আরা।