হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ আরো কার্যকরী করতে হবে” বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি,
সিরাজগঞ্জ সদর উপজেলায় সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচী ( সেলপ) ব্র্যাক সিরাজগঞ্জের সদর উপজেলা বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ( ২৯ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ, ও উপজেলা পরিষদ, মিলনায়তন সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সিরাজগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বাল্যবিবাহ নিরোধ কমিটির সাথে সমন্বয় সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ এস এম রাকিবুল হাসান, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দীন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নূর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, অফিসার্স ইনচার্জ সিরাজগঞ্জ সদর হুমায়ন কবীর, বঙ্গবন্ধু পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মোঃ সাজ্জাদুর রহমান, সদর উপজেলা প্রকল্পকর্মকর্তা মোঃ সাইদুল হক, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা, সদর উপজেলা প্রাণি কর্মকর্তা ডাঃ আশিষ কুমার, ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি, ৪ নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সহ অন্যন্য ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, এসোসিয়েট অফিসার মো: মাসুদ রানা
সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বয় সভার উদ্দেশ্য ছিল বাল্যবিয়ে প্রতিরোধে জেলাপ্রশাসনের সঙ্গে সমন্বয় সাধন, বাল্যবিয়ে হ্রাসকরণে চ্যালেঞ্জগুলি চিহ্নিত করাও ভবিষ্যত কর্মকৌশল নির্ধারন করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকরি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা।সভায় বর্তমান পরিস্থিতিতে বাল্যবিবাহ প্রতিরোধের ক্ষেত্রে চ্যালেঞ্জসমুহ চিহ্নিত করে চ্যালেঞ্জ উত্তোরণের উপায় এবং কর্মকৌশল নির্ধারন করাহয়।