হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলা রতনকান্দী ইউনিয়নে বাহুকা নতুন রাস্তার কাজে বাঁধাদানে অভিযোগ উঠেছে ১ নং রতনকান্দি ইউনিয়ন মহল্লার নুরুল আমিনের ছেলে মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে। রতন কান্দি ইউনিয়নের ঘোনাপাড়ায় নতুন রাস্তা তৈরি হচ্ছে উওরপাড়া বড় মসজিদের পাশ হয়ে ইমরুল বিএসসির বাড়ি হয়ে শামসু মোরলের বাড়ী পর্যন্ত। রাস্তাটি গত দুই বছর আগে মহল্লার লোকজন স্বেচ্ছাশ্রমে ও নিজেদের নিজ উদ্দোগে অর্থায়নে যোগান দিয়ে প্রায় ৪ লক্ষ টাকা খরচ করে তৈরি করে। এক্ষেএে ইমরুল বিএসসি ও সাবেক মেম্বার বাচ্চু মিয়ার তার দুরদর্শিতা, ও সহযোগিতায় উদ্দোগে রাস্তাটি তৈরি হয়। কিন্তু সম্পূর্ণ ভাবে চলাচল যোগ্য হলেও পরিপূর্ণ নয় বিধায় মহল্লা বাসির দুর্ভোগের কথা চিন্তা করে রাস্তাটি আরও মাটির কাজ করে পরিপূর্ণ রাস্তা করার জন্য বর্তমান মেম্বার মোঃ শহিদুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ছাইদুল ইসলাম জুরান এর সাথে নিয়মিত যোগাযোগ করেন ইমরুল হাসান বিএসসি তারই আঙ্গিকে কাজ শুরু হলেও সমস্যার সৃষ্টি অন্যথায় আব্দুল হাই এর বাড়ি হতে এই রাস্তা বরাবর ইমরুল বিএসসি বাড়ি হতে এই রাস্তা বরাবর ইমরুল বিএসসি বাড়ীর পিছন পর্যন্ত সরকারী খাস খতিয়ানের অংশ আছে।
তাই মহল্লা বাসির অবস্থান কারণে এবং চলাচলের সুবিধার্থে রাস্তাটি ঐ বাড়ির পূর্বপাশে দিয়ে মোড় নিয়ে উওর দিকে করে দেওয়া হয়। কিন্ত ঐ মহল্লার নুরুল আমিনের ছেলে আনোয়ার হোসেনের উস্কানিতে অন্য মহল্লার কিছু লোক জোটবদ্ব হয়ে দাবি করে রাস্তাটি সরকারি খাস জমি বরাবর সোজা পশ্চিম দিকে বের করা হোক। যে অংশটি ইমরুল বিএসসি ও দুলাল মিয়ার বাড়ির মাঝে পড়েছে। বিধায় এরা দখলে আছে। দখল মুক্তকারী লোকজনের এক জোটের মুখে বাধা প্রদান না করায় মেম্বার শহিদুল ইসলামের উপস্থিতিতে গাছপালা কেঁটে দিয়ে এবং বসত ঘর সরিয়ে জায়গা খালি করা হয়। একই সংগে গত মঙ্গলবার হতে মাটির কাজের ব্যাবহিত বেকু চালিয়ে রাস্তার মাটির কাজ চলছে।
মহল্লা বাসির দাবি ইমরুল বিএসসি বাড়ি হতে এই রাস্তা বরাবর বাড়ীর পিছন পর্যন্ত সরকারী খাস খতিয়ানের অংশ আছে। সোজা পশ্চিম দিকে রাস্তাটি মাটি দিয়ে ভরাট করা হোক বের করা হোক রাস্তা । মহল্লাবাসীর জোর দাবী জানানো হয়।