অর্পিতা দেব স্টাফ রিপোর্টারঃ-
সীমান্ত হত্যা বন্ধের দাবি নিয়ে পথে নেমেছে একদল যুবক। কক্সবাজারের টেকনাফ থেকে তাদের যাত্রা শুরু হয় এবং ২২ ফেব্রুয়ারি তারা লালমনিরহাট জেলায় এসে পৌঁছান। তাদের এই দল কে নেতৃত্ব দিচ্ছেন হানিফ বাংলাদেশী নামে এক যুবক। তারা কৃত্রিমভাবে লাশ তৈরি করে এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছে রাজপথে রাজপথে। তাদের এই মিছিলের উদ্দেশ্য ভারত ও মিয়ানমার সাথে সীমান্ত আছে বাংলাদেশের এমন জেলা উপজেলা গুলোতে সীমান্ত হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানানো। এই মিছিলে হানিফ বাংলাদেশীর নেতৃত্বে উপস্থিত ছিলেন এন ইউ আহমেদ, সৌরভ হোসেন বেলাল এবং আরিফ নামে এক যুবক। তাদের সঙ্গে কথা বলে জানা যায় যশোরের বেনাপোল উপজেলায় গিয়ে তারা তাদের মিছিলের সমাপ্তি ঘটাবেন। কর্মসূচি সম্পর্কে হানিফ বাংলাদেশী বলেন বাংলাদেশের প্রতিবেশী দুটি দেশ ভারত ও মিয়ানমার এবং তারা সব সময় এদেশের উপর তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ভারত সবসময় সীমান্তে নিরীহ মানুষদের পাখির মতো হত্যা করে গুলি করে।কিছু দিন আগে বাংলাদেশের একজন বিজিবি সদস্য কে বিএসএফ গুলি করে হত্যা করেছে এছাড়াও গত চার মাসে ভারত সীমান্তে ২১ জন বাংলাদেশী বিএসএফের গুলিতে নিহত হন। তিনি আরো বলেন বিভিন্ন মানবাধিকারের হিসাবে ২০১০ সাল থেকে প্রায় ১২৭৬ জন বাংলাদেশীকে বিএসএফ হত্যা করেছে এবং ১১৮৩ জন আহত হয়েছে। আরেক প্রতিবেশী দেশ মিয়ানমার তাদের ১২ লাখ রোহিঙ্গাকে অত্যাচার করে বাংলাদেশে পাঠিয়েছে।সীমান্ত হত্যা বন্ধ ও আগ্রাসন নিরসনের দাবি দাওয়া নিয়ে প্রতিবাদের মিছিলে নেমেছেন তারা। তারা এই কর্মসূচীতে দেশবাসীর সহযোগিতা কামনা করছেন এবং দেশের সচেতন জনগোষ্ঠীকে এই কর্মসূচীতে যোগদান করার আহ্বান জানায় তারা।