করোনার সময়ে সাবেক প্রধান বিচারপতিসহ ২৬৩ জন বিচারপতি ও আইনজীবীর মৃত্যুতে ফুলকোর্ট রেফারেন্স সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের এক নম্বর বিচারকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সভায় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত হন।
সভায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রয়াতদের জীবনী পাঠ করেন। প্রথমেই তিনি সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের জীবনী পাঠ করেন। এরপর পর্যায়ক্রমে অন্যান্য বিচারপতি ও আইনজীবীদের স্মরণ করেন।
প্রতি বছরই রেওয়াজ অনুযায়ী প্রয়াত বিচারপতি ও আইনজীবীদের স্মরণ করা হয়। তবে করোনার কারণে গত দুই বছর এই ফুলকোর্ট রেফারেন্স সভা অনুষ্ঠিত হয়নি।