এ,এলাহি
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
নিজস্ব সংবাদদাতা -শাহ সুফি হযরত রোছমত আলী প্রকাশ্যে বোবা শাহ (রা) এর ৭০ তম বার্ষিক পবিত্র উরশ মোবারক।
আসছে আগামী ৬,৭,এবং ৮ ফেব্রুয়ারী, বাংলা ২৩,২৪,২৫ মাঘ মাসের সোমবার, মঙ্গলবার, বুধবার তিনদিন ব্যপি ৭০ তম পবিত্র উরস মোবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত উরস মোবারকে আপনি এবং আপনাদের উপস্থিতি এবং সাথে সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
উক্ত অনুস্ঠানে ১ম রজনি ৬/২/২০২৩ইং রোজ সোমবার ভক্তদের আস্তানার গান পরিবেশন হবে এবং ৭ তারিখ রোজ মঙ্গলবার গান পরিবেশন করিবেন ছোট রজ্জব এবং খাদিজা ভান্ডারি এবং ৮ তারিখ বুধবার গান পরিবেশন করিবেন পাগল মনির ও আলেয়া।
নিবেদক
মাজার কর্তৃপক্ষ
হোগলাকান্দি,বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া।
ধন্যবাদান্তে
খাদেম -তোফাজ্জল হোসেন।