জাহানারা আক্তার সম্পাদক :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাচঁপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ই জানুয়ারি ২০২৩ ইং শুক্রবার বিকেলে কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিতব্য কর্মী সভায় বক্তারা বলেন, আগামী ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হলে দলের সকল নেতাকর্মীদের সুসংগঠিত হয়ে কাজ করতে হবে। দলের স্বার্থের জন্য সব নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। তানা হলে ষড়যন্ত্রকারীরা সোনারগাঁওয়ে আওয়ামীলীগের নেতা কর্মীদের মধ্যে ফাঁটল সৃষ্টি করতে পারে। কারন সোনারগাঁওয়ের কিছু নামধারী আওয়ামীলীগ নেতা আছে যারা তাদের স্বার্থের জন্য বিএনপি জামায়াতের পক্ষ নিয়ে আওয়ামীলীগকে ডুবানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। এইসব ষড়যন্ত্র যাতে করতে না পারে সেদিকে সবার খেয়াল রাখার জন্য আহবান জানান।
উক্ত কর্মী সভায় বক্তব্য দেন, এ্যাড: শামসুল ইসলাম ভুইয়া সভাপতি সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা চেয়ারম্যান।
আব্দুল্লাহ আল কায়সার হাসনাত সাধারন সম্পাদক সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ ও সাবেক সাংসদ। ইঞ্জিনিয়ার আলহাজ্ব মাসুদুর রহমান মাসুম সহ সভাপতি সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান। ডাঃ আবু জাফর চৌধুরী বিরু সাবেক যুগ্ম সম্পাদক জেলা আওয়ামী লীগ।আলী হায়দার সাধারন সম্পাদক সোনারগাঁও
উপজেলা যুবলীগ।শফিকুল ইসলাম খান লিটন
যুগ্ম সম্পাদক সোনারগাঁও উপজেলা যুবলীগ। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দসহ এলাকার জনসাধারণ।