নিজস্ব প্রতিবেদকঃ সদ্য প্রকাশিত এসএসসি-(২০২২) পরীক্ষার ফলাফলে নারায়ণগঞ্জ সোনারগাঁও সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুর নবী জনি’র দ্বিতীয় পুত্র শাহেদ হাসান শান্ত জিপিএ ৫ পেয়েছে।
শাহেদ নবাব হাবীবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
কাঙ্খিত ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তার বাবা। সেই সাথে বিদ্যালয়ের শ্রেনী শিক্ষকসহ সকল শিক্ষক মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। শাহেদ পিএসসি এবং জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিলো। ভবিষৎতে উচ্চতর শিক্ষা গ্রহনে আগ্রহী শাহেদ সকলের দোয়া প্রার্থী।
তার বাবা মোঃ নুর নবী জনি দৈনিক জনবানী পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি ও সোনারগাঁ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং আজকের সংবাদ ডট কমের সম্পাদক।
শাহেদের পিতা-মাতা বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের ছেলে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এতে আমরা পরিবারের সবাই আনন্দিত। সে নিজের আগ্রহে,শিক্ষকদের দিক নির্দেশনা মেনে পড়ালেখা করে এ ফলাফল অর্জন করেছে। তারা সবার কাছে ছেলের জন্য দোয়া কামনা করেছেন।