নারায়ণগঞ্জঃ--নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বৈদ্যোরবাজার ইউপির খামারগাঁও মেইন রাস্তা হতে সরকারী আশ্রয় কেন্দ্র পর্যন্ত রাস্তা পাকাকরন ও ড্রেনের নির্মান উদ্বোধন করেন,প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বুধবার বিকেলে উপজেলার বৈদ্যোর বাজার ইউনিয়ন এর আনন্দ বাজার খামারগাঁও এলাকায় এ কাজের উদ্বোধন করেন তিনি।
বাংলাদেশ সরকার ও জাইকার আওতায় আটাশ লক্ষ চৌত্রিশ হাজার টাকা চুক্তি মূল্যে (২১০ মিটার) রাস্তাটি পাকাকরণ ও ড্রেন নির্মান কার্যক্রমের বাস্তবায়ন করেন সোনারগাঁ উপজেলা পরিষদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বৈদ্যোর বাজার ইউপি চেয়ারম্যান আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান এ্যাড সামসুল ইসলাম ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক,নাঃগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল,বৈদ্যোর বাজার ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুব সরকার।
এছারাও আরও উপস্থিতি ছিলেন,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক,জাতীয় পার্টি বৈদ্যোর বাজার ইনিয়নের সভাপতি ও সাবেক মেম্বার মোহাম্মদ আলী,বাছেদ মেম্বার,বৈদ্যোর বাজার ইউপির সদস্য আব্দুল্লাহ আল মামুন,নবীর হোসেন,আলমগীর মেম্বার,মহিলা সদস্য নারগিস আক্তারসহ সকল মেম্বার ও স্থানীয় এলাকাবাসী।