নিজস্ব প্রতিবেদকঃ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রপুর বাজারের পাশে,স্বামীর সাথে ঝগড়া বিবাদের জের ধরে, স্ত্রী মোছাঃ সালমা – খাতুন (২২), পিতাঃ দুলাল মিয়া, বাড়ি আদিতমারী উপজেলার চরিতাবাড়ীর মেয়ে।স্বামী মোঃ লিটন মিয়া গৃহবধূ কে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছেন। স্বামী লিটন সহ আরও ২ জন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার আনুমানিক সন্ধ্যা ৭.০০ঘটিকায় কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের, চন্দ্রপুর কাঁচা বাজার সংলগ্ন, লিটন মিয়ার নিজ বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে। সালমা খাতুন এর সাথে মোঃ লিটন মিয়ার (৩৮) মাত্র ৫ বছর পূর্বে বিয়ে হয় বলে জানা গেছে।
সালমা খাতুনের মা জানান, বিকেলে তার মেয়ের সাথে জামাইয়ের মনোমালিন্য হয় অতঃপর সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় জামাই মেয়েকে মেরে, নিজ বাড়ির টিনের ঘরের ধন্নার সাথে, গলায় দড়ি পেঁচিয়ে ফাঁসিতে ঝুলিয়ে রাখেন।তাদের সাড়ে ৩ বছরের বাচ্চার স্বীকারোক্তিতে জানা যায়,” আব্বু আম্মুকে লাঠি দিয়ে পিটিয়ে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে।”
কালীগঞ্জ থানার তদন্ত ওসি জনাব হাবিবুর রহমান সরজমিন লাস উদ্ধার করতে গিয়ে সাংবাদিকদের হেয়ো প্রতিপন্ন করে ঘটনার সত্যতা উদঘাটনে বাধা সৃষ্টি করে।পরবর্তীতে তিনি রাত ১.৩০ ঘটিকায় ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে,কালীগঞ্জ থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে মেয়ের মা থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করবেন বলে জানা যায়।