ফারুক আহমেদ সূর্য স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাটে স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গনের লক্ষ্যে ক্রীড়াঙ্গন প্রেমীদের র্যালী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ (ডিসেম্বর) ২০২৩ সকাল ১১টায় জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাবেক ও বর্তমান সকল খেলোয়াড়দের অংশগ্রহণে উজ্জীবিত এই র্যালী যেন শেখ কামাল স্টেডিয়াম থেকে শুরু করে মিশনমোড় চত্বর হয়ে জেলা সরকারি গণগ্রন্থাগারের দক্ষিণ দিক দিয়ে আনন্দ, উল্লাসে স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন এই শ্লোগানে মুখরিত করে ভরে রাখে খোলা আকাশ।
ক্রীড়া র্যালিতে ক্রীড়াঙ্গনের রথী-মহারথীদের মাঝে উপস্থিত ছিলেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টিএম এ মমিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইউনুস হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোড়ল হুমায়ুন কবির, জেলা মহিলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মোহসেনা বেগম মিনা, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আলী হাসান নয়ন, কার্যকরী সদস্য হাফিজুল ইসলাম, কার্যকরী সদস্য আমিনুল হক রতন, র্যালীটি আনন্দ মুহুর্তে উদ্বোধন করেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন।