ফারুক আহমেদ সূর্য স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাটের হাতিবান্দা উপজেলায় ভ্যান চালক মানিকূল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়েছে।
হত্যাকান্ডের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন খুনি নিজেই। আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় রেকর্ড করা হয়েছে হত্যাকান্ডের জবানবন্দী।
বুধবার ২৪ জানুয়ারি বিকেলে লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের ব্রিফিং করে জানান পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান তথ্য প্রযুক্তির সহযোগিতায় মানিকূল হত্যাকাণ্ডের মূল হোতা সিরাজুলকে গ্রেফতার করা হয়। ঘটনার পর গ্রেপ্তার এড়াতে সিরাজুল বার বার তার অবস্থান পরিবর্তন করেছিল,এমন কি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাও করে ছিলো। প্রযুক্তির সহায়তায় ২৩ জানুয়ারি সকালে তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।পরে ১৬৪ ধারা জবাব বন্দীতে মানিকুল হত্যার লোমহর্ষক বর্ণনা দেন সিরাজুল।
ঘটনার সুত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর ভুট্টা ক্ষেত থেকে মস্তকবিহীন লাশ উদ্ধার হয় ভ্যানচালক মানিকূলের। পরনের পোশাক আর সেন্ডেল দেখে শনাক্ত করে তার পরিবারের লোকজন। দেহ উদ্ধারের পরের দিন, মাথায় রক্তাক্ত ছুরি ও জ্যাকেট উদ্ধার করে হাতিবান্ধা থানা পুলিশ ও ডিবি'র গোয়েন্দা শাখার কর্মকর্তারা।এ ঘটনায় মানিকূলের পরিবার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। সামান্য ভ্যান চুরি নিয়ে এই হত্যাকান্ড ঘটিয়েছে ঘাতক সিরাজুল।