জাহিদুল ইসলাম জাহিদ
হাতীবান্ধা লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রান্নাথ পাটিকাপাড়া এলাকায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছে ছোট ভাই।
আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায় ওই এলাকার কেরামত আলীর দুই ছেলে জহুরুল ও জাকিরুল ইসলাম মিস্টার এর মাঝে দুই শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। শুক্রবার সকালে ওই জমিতে জাকিরুল ইসলাম মিষ্টার কাজ করতে গেলে তার বড় ভাই জহুরুল ইসলাম ও তার ছেলে মুকুল রব্বানী এবং স্ত্রী মহিমা বেগম মিস্টারের মাথায় লাঠি দিয়ে আঘাত করে,এতে গুরুতর আহত হন মিষ্টার। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যু হয় মিষ্টারের।
হাতীবান্ধা থানার ওসি শাহআলম বলেন নিহত মিস্টারের শাশুড়ী জরিনা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আসামীরা পলাতক রয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।