জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টস
শনিবার সকালে হাতীবান্ধা উপজেলার তেলিপাড়া গ্রামের আলমগীরের মেয়ে মিতালী পানিতে ডুবে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেন হাতীবান্ধা থানার ওসি শাহা আলম।
মিতালীর দাদা দুলাল হোসেন জানান, সকাল ৮টার দিকে নিজ বাড়ির উঠানে খেলছিল মিতালী।
এ সময় পরিবারের লোকজন বাড়ির পাশে জমিতে কৃষিকাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে মিতালী উঠানের পাশের ডোবায় পড়ে যায়।
মিতালীর মা রানী জানান,তাকে উঠানে না দেখে বাড়ীর আশপাশে শুরু হয় খোঁজাখুজি। কিছুক্ষন পর বাড়ীর সামনের ডোবায় তার দেহ ভাসতে দেখেন স্বজনরা।