লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে অংশ নিতে মনোনয়ন পত্র দাখিল করেছেন মাকতুফা ওয়াসিম বেলী।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিসারের কাছে উপজেলা নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে প্রথম মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন তাঁর অনুসারীরা।
জানা গেছে, ইতিমধ্যে প্রথম ধাপে উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশনা। আগামী ৮ মে প্রথম পর্যায়ে ১৫২ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে অংশ নিতে মনোনয়ন পত্র দাখিল করেন ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তারের পুত্রবধূ মাকতুফা ওয়াসিম বেলী। এ ছাড়াও তিনি উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।
প্রান্নাথ পাটিকাপাড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী মাকতুফা ওয়াসিম বেলী ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ইতিমধ্যে পাঁচ বছর মানুষের পাশে থেকে কাজ করেছি। হাতীবান্ধা উপজেলাবাসীর জন্য কাজ করতে চাই। আশা করি এবারও সাধারণ মানুষ আমার পাশে থাকবে৷ সকলেই আমার জন্য দোয়া ও সহযোগিতা করবেন।