ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহী মোহনপুর থানা পুলিশ হারানো ১৫ টি মোবাইল ফোন ও ভুল নাম্বারে চলে যাওয়া ৮৯,৯৯০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিক কে প্রদান করেন।
মোহনপুর থানায় যোগদানের পর থেকে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে প্রায় ৩ বছরের অধিক সময় ধরে সততা ও নিষ্ঠার সাথে আইনী সেবার মাধ্যমে মোহনপুর বাসির মন জয় করেছেন এস.আই ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি সর্বদা দায়ীত্বের সাথে মোহনপুর বাসির সেবা প্রদান করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে ১৫ টি হারানো মোবাইল ফোন উদ্ধার এবং ভুল নাম্বারে চলে যাওয়া ৮৯,৯৯০ টাকা উদ্ধার করে এর মালিকদের প্রদান করেছেন তিনি।
ফোন ও উদ্ধার হওয়া টাকা পেয়ে তারা খুশি হয়ে জানান, আমাদের ফোন ও টাকা ভুল নাম্বারে চলে গেলে আমরা হতাশায় ভুগছিলাম,
পরে আমরা আত্মীয় স্বজন ও সাংবাদিকদের পরামর্শে মোহনপুর থানায় সাধারণ ডাইরি করি। আর আমাদের ফোন উদ্ধারের দায়ীত্ব পেয়েছিলেন এস.আই ইব্রাহিম খলিলুল্লাহ।
এরপর ইব্রাহিম অফিসার দ্রুত তথ্য-প্রযুক্তির সহোযোগিতা নিয়ে আমাদের ফোন ও টাকা উদ্বার করে আমাদের বুঝিয়ে দিয়েছেন । এর বিনিময়ে আমাদের কাছ থেকে কোন ধরনের আর্থিক সহোযোগিতা গ্রহণ করেননি এজন্য আমরা ইব্রাহিম অফিসারের মঙ্গল কামনা করছি।
এ বিষয়ে মোহনপুর থানার এস.আই ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ভুক্তভোগীরা তাদের ফোন ও টাকা হারিয়ে গেলে মোহনপুর থানায় সাধারণ ডাইরি করেন। আমি দায়িত্ব পেয়ে কোন কালক্ষেপণ না করে তথ্য-প্রযুক্তির সহোযোগিতা নিয়ে তাদের ফোন ও টাকা বুঝিয়ে দিতে পারাই মালিকগণ তারাও যেমন খুশি আমিও তেমন আনন্দিত।
এ বিষয়ে মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন,
জনসাধারণের ১৫ টি মোবাইল ফোন হারিয়ে যায় ভুক্তভোগীরা আইনের আশ্রয় এসে থানায় সাধারণ ডাইরি করেন। টাকা সহ- ফোনগুলো উদ্ধারের বিশেষ দায়িত্ব দেওয়া হয় অফিসার এস.আই ইব্রাহিম খলিলুল্লাহ কে, তিনি তথ্য-প্রযুক্তির সহোযোগিতা নিয়ে তাদের ফোন ও টাকা উদ্ধার করে মালিকগণকে বুঝিয়ে দেন, এ ধরনের সেবা মোহনপুর বাসির জন্য অব্যাহত থাকবে বলে জানানো ওসি।