মাসুম পারভেজ, গাইবান্ধা প্রতিনিধিঃ
আজ ১১ জুলাই বিকালে গাইবান্ধার ফুলছড়ি থানাধীন হোসেনপুর গ্রামের ৬টি পুকুরে ৭ প্রজাতির মোট ৬০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
পুকুরে পোনামাছ অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন হোসেনপুর গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গসহ সোসাইটির ভলান্টিয়ার, পুকুরের মালিক ও গ্রামের বিভিন্ন বয়সী উৎসুক জনতা।
গত বছর থেকে সোসাইটি গ্রামের পুকুরগুলোতে পোনা মাছ ছাড়ার কার্যক্রম শুরু করে। গত বছরও গ্রামের ৬টি পুকুরে ৬০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
পুকুরের মালিকদের কাছে সোসাইটির একটাই প্রত্যাশা, তারা যেন পুকুরের মাছ "দিয়ে থুয়ে খায়"। মাছ বড় হলে পুকুরের মালিকেরা যখনই মাছ ধরবেন তখন যেন তারা অস্বচ্ছল প্রতিবেশীদেরকে মাছ উপহার দেন। পুকুরে পোনামাছ অবমুক্তকরণের এই প্রোগ্রামের মাধ্যমে গ্রামের অস্বচ্ছল মানুষেরা সারাবছর ধরে বিনা পয়সায় মাছ খাওয়ার সুযোগ পাচ্ছেন। দরিদ্র জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণের পাশাপাশি এই প্রজেক্টটি গ্রামের মানুষের মধ্যে প্রীতি ও ভালোবাসার বন্ধন দৃঢ় করতে সাহায্য করছে।