ফারুক আহমেদ সূর্য স্টাফ রিপোর্টারঃ
গতকাল ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার লালমনিরহাট হোসেন শহীদ সোহরাওয়ার্দী ফুটবল খেলার মাঠে একদল কিশোরেরা ৪.৫০ ঘটিকায় ফুটবল খেললে মাঠে ঢুকে পড়েন (ডি,আর,এম) সেই কিশোরদের খেলায় নিজেকে ধরে রাখতে না পেরে কিশোরদের উৎসাহ দিতে তাদের সাথে খেলতে নেমেই তার বিপক্ষের দলকে ১ গোল দিয়েই সকল কিশোরদের নজর কারেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার, মোঃ আব্দুস সালাম।
খেলার এক পর্যায়ে সেই দৃশ্য নজরে পড়লে তাকে জিগ্যেস করলে এই উৎসাহিত কারণের রহস্য জানতে চাইলে তিনি বলেন তাঁর ফুটবলের প্রতি ছোটবেলা থেকেই নেশা, ফুটবল খেলা হলেই সে নিজেকে ধরে রাখতে পারেন না তাই এই মাঠের কিশোরদের উৎসাহে কোর্ট খুলে টাই আর পরনের সু পড়েই মাঠে নেমে পরেছি।
মাদক ও সামাজিক ব্যাধির কথা জানতে চাইলে তিনি বলেন মাদক বর্তমান আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তাই আমাদের উচিৎ মাদকসহ সকল অপরাধ থেকে এই সমস্ত কিশোরদের খেলাধুলায় বেশি বেশি উৎসাহ দেয়া। পরে খেলা শেষে মাঠের কিশোরদের ফুটবলের জন্য ফুটবল কেনার কিছু অর্থ প্রদান করেন।
মাঠে উপস্থিত ছিলেন লালমনিরহাট বঙ্গবন্ধু উপজেলা পরিষদের সাধারণ সম্পাদক, মোঃ আব্দুল মান্নান ও রেলওয়ে বিভাগের বেশ কিছু কর্মকর্তাবৃন্দসহ আরও অনেকেই।