জাহানারা আক্তার নারায়ণগঞ্জ :-
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৬০০ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শুক্রবার রাত ৯টার দিকে
সোনারগা থানাধীন মোগরাপাড়া চৌরাস্তার মোড়ে ইয়াসিনের বিরিয়ানির দোকানের ভিতর থেকে মাদক কারবারি রনি(২৪), ও রবিন মিয়াকে(২৩) ৩৬০০পিচ ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত রনি কুমিল্লা জেলার মেঘনা থানার আলগি এলাকার আব্দুর রব মিয়ার ছেলে।বর্তমানে সে সোনারগাঁও উপজেলার মেঘনা ঝাউচর এলাকার শামসুল হকের বাড়ির ভাড়াটিয়া ছিলো। গ্রেফতারকৃত আরেক আসামী রবিন নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকার আব্দুল জাহেরের ছেলে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৬০০ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।মাদকের বিরুদ্ধে সোনারগাঁও থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।