মোঃ সাদ্দাম হোসেন ঃ- সোনারগাঁ নারায়ণগঞ্জ ঃ
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ৭৩ নং খাসের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়াও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি ছিলেন
ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম
এসময় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোসাঃ জাহানারা আক্তার তিনি বলেন,ভালো ছাত্রছাত্রী হওয়ার আগে, ভালো মানুষ হতে হবে। আশা করি তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। ভালো মানুষ হতে হলে পড়াশুনা করতে হবে। তোমরাই ভবিষ্যতে বাংলাদেশ। তাই তোমাদের সুপথে চলতে হবে আলোকিত মানুষ হতে হবে।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষীকা হাওয়া বেগম পিটি আই কমিটির সভাপতি আসাদুজ্জামান মোল্লা ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আঃ করিম স্কুলের সকল শিক্ষক মন্ডলি স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আলী আকবর, মাওলানা মোঃ কামাল হোসেন, গুলজার হোসেন প্রমুখ।