স্টাফ রিপোর্টারঃ-
আজ ৯ই মার্চ ২০২৪ ইং তারিখে বান্দরবান পৌরসভার তালুকদার পাড়ায় বান্দরবান জেলার একটিভিস্ট ফোরামের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সফল পাঁচজন নারীকে Active women সম্মামনা দেওয়া হয় ও সঙ্গে একজন কিশোরী কে উদ্যমী কিশোরী সম্মামনা ক্রেষ্ট দেয়া হয়
এবং পাড়ার নারী কিশোরী শিশুরা ও আনন্দ উপভোগ করে নিজেদের হাতের তৈরী পিঠা দিয়ে অতিথি সহ সকলকে আপ্যায়ন করা হয়,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী নেত্রী ও একে এসের নির্বাহী পরিচালক ডনাইপ্রু নেলী সভাপতি মিঃ অংচমং দুর্নীতি দমন কমিশন বান্দরবান জেলা এবং পাড়ার প্রথাগত কারবারি ও একটিভিস্ট ফোরামের সন্মানিত সদস্য সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।