ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট জেলা ও উপজেলা শাখা বঙ্গবন্ধু পরিষদ এর আয়োজনে বুধবার (১৬আগস্ট) ২০২৩ সকালে লালমনিরহাটে বঙ্গবন্ধু পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সদর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এর বঙ্গবন্ধুর আদর্শের আলোচনা তুলে ধরে মনোমুগ্ধকর সঞ্চালনায় অধ্যক্ষ, (অবঃ) বীর মুক্তিযোদ্ধা ও সভাপতি লালমনিরহাট জেলা শাখার বঙ্গবন্ধু পরিষদের আব্দুল মজিদ মন্ডল এঁর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও কবি, কথাসাহিত্যিক, সমাজসেবক ফেরদৌসী বেগম বিউটি, বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক, কবি, প্রাবন্ধিক নিশিকান্ত রায়ের বঙ্গবন্ধুর উপর স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে লালমনিরহাট বঙ্গবন্ধু পরিষদ জেলা ও উপজেলা শাখার মোকছেদুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুর সোবহান, মাখল লাল দাস, শাহাজাহান আলী, গোলাম মহসীন মঞ্জু, গোলাম মোস্তফা, মজিবর রহমান, উজ্জ্বল, রাসেল, ফারুক আহমেদ সূর্যসহ বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা ও উপজেলায় শাখার সকল সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।