ফারুক আহমেদ জেলা স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাটের আদিতমারী থানার আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯( অক্টোবর) সোমবার সকালের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আদিতমারী থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এঁর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার জি,আর সারোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ আদিতমারী উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদ এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উক্ত সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হয়। সেইসঙ্গে পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের মতামত গ্রহণ করা হয়। অফিসার ইনচার্জ মোজাম্মেল হক আরও বলেন সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষে পুলিশ বিভাগের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্মকর্ম সুষ্ঠুভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষায় আদিতমারী থানা পুলিশ সবসময় সর্তক রয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করার পাশাপাশি শতভাগ সিসি ক্যামেরা স্থাপনের আহবান জানান। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। এ বছর আদিতমারী থানা এলাকায় মোট ১১৬ টি পুজা মন্ডপের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। থানার অন্যান্য বছরের মত এ বছরও পূজামন্ডপগুলোতে পুলিশ, আনসার-ভিডিপি সদস্যদের সার্বক্ষনিক নিরাপত্তা দেয়া ছাড়াও পূজা মন্ডপে পুলিশের নিয়মিত টহল থাকবে। এছাড়াও মতবিনিময় সভায় অতিথিবৃন্দ সহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।