সাকিব হোসেন, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ধুবড়িয়া ইউনিয়নের তে-রাস্তা বাজার সংলগ্ন স্থানে নির্মিত প্রতিবন্ধীদের বিদ্যালয় প্রাঙ্গনে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। স্থানীয় সমাজ সেবক মো. আব্দুল আল এফ (রিয়াদ) এবং জনাব মো. শামসুর রহমান (হিরা) দুইজনের যৌথ উদ্যোগে এই উপহার প্রদান করা হয়। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ধুবড়িয়া প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিচালক মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. খোরশেদ আলম, নাগরপুর উপজেলা আ.লীগ সাবেক সদস্য মো. নুর আজীম দিদার, নাগরপুর প্রেসক্লাব সদস্য মো. সাইফুল হোসেন, চাঁন চেয়ারম্যান ফাউন্ডেশন পরিচালক ইউসুফ হোসেন লেনিন, ইউপি সদস্য মো. শাহদত হোসেন রনি, সাবেক ইউপি সদস্য মো. আবুল হোসেন, ভাদ্রা ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক মো. অহিদুর মিরন সহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।