পাটগ্রাম( প্রতিনিধি )লালমনিরহাট
গত ২৯ অক্টোবর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীবের প্রধানের নেতৃত্বে রংপুরে বিএনপি’র গণসমাবেশে যোগ দেওয়ার জন্য রংপুর জুম্মা পাড়া থেকে একটি মিছিল বের হয়ে গণসমাবেশের যাওয়ার সময় পাটগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান ,যুগ্ন আহ্বায়ক সপিকার রহমান, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম সহ নেতৃবৃন্দের হাত থেকে পাটগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক কিরন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার ছবি সম্বলিত ব্যানারটি কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়ার গতকাল সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সন্ধ্যায় এ ঘটনায় পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উদ্বেগ প্রকাশ করেন, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিএনপির এক নেতা বলেন একরামুল হক কিরন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হয়ে কিভাবে ব্যানারটি কেড়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেলেন যে ব্যানারে বিএনপির প্রতিষ্ঠিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ছবি ছিল সে কিভাবে ব্যানারটি মাটিতে ছুড়ে ফেলে ।তাকে দল থেকে বহিষ্কার করা দরকার ।সে যদি শহীদ জিয়ার আদর্শে দল করত তাহলে এ মত ঘৃণিত কাজ করত না । এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু ইয়াহিয়া ইউনুস ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের সাথে কথা হলে তিনি বলেন ভিডিও টা দেখেছি তার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক কিরনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন পাটগ্রাম পৌর বিএনপি।