হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
২০২০-২১ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় বানিজ্য বিভাগ থেকে রাজশাহী বিভাগে ১ম স্থান অর্জন করেও কলেজে ভর্তি হতে পারছে না মো: সিয়াম হোসেন নামক একজন ছাত্র। সে সিরাজগঞ্জ জেলা সদরের রতনকান্দি ইউনিয়নের বয়রা ভেন্নাবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। কিন্তু সে এমনই একটি পরিবারের সদস্য যেখানে তার কলেজে ভর্তি হওয়ার সামথ নেই এমন একটি সংবাদ সিরাজগঞ্জ প্রতিদিন নামক স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত হওয়ার পর জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টিগোচর হয়। এব্যাপারে তিনি তাঁর সেচ্ছাধীন আর্থিক অনুদান তহবিল হতে তাকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। এখন ছেলেটি কলেজে ভর্তিসহ অন্যান্য আনুষাঙ্গিক খরচ বহন করতে পারবে। ফলে ছেলেটির কলেজে ভর্তি নিয়ে যে আশংকা তৈরি হয়েছিল সেটি জেলা প্রশাসকের আর্থিক সহযোগিতায় শংকামুক্ত হয়েছে। এছাড়া ভবিষ্যতে তার লেখাপড়া চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোন আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে জেলা প্রশাসক তা প্রদান করার আশ্বাস প্রদান করেন।