ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাট সরকারি কলেজে ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপটেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী ও ৮আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ।
মঙ্গলবার ( ৮ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে লালমনিরহাট সরকারি কলেজে একাডেমিক ভবন (হলরুমে) জন্মদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে লালমনিরহাট সরকারি কলেজের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ, লালমনিরহাট সরকারি কলেজ এঁর প্রফেসর মোঃ ইউসুফ আলী।
লালমনিরহাট সরকারি কলেজ হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে চান্স প্রাপ্ত শিক্ষার্থী অনামিকা বর্মনকে আজাহার আলী মেমোরিয়াল ফান্ড হতে ১০,০০০ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন প্রধান অতিথি জেলা আওয়ামী-লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ মতিয়ার রহমান।এর আগে সরকারি কলেজ জুড়ে প্রায় ২০০শতটি বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করা হয়।
এসময় লালমনিরহাট সরকারি কলেজ রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় ও সরকারি কলেজ দিবস উদযাপন কমিটির আহবায়ক মুন্নী বেগম এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক, সমাজসেবক ফেরদৌসী বেগম বিউটি, উপাধ্যক্ষ সরকারি কলেজ আবু ইমাম মোঃ রাশেদুন্নবী, সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক শাহাদত হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি নুরুন্নবী নুর ও একাদশ শ্রেণির শিক্ষার্থী শিহাবুল ইসলাম প্রমূখ।
এসময় কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।