জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে লালমনিরহাট জেলার কালীগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় মাট চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। এরপর সকাল ৯টায় কালীগঞ্জ শহীদ স্মৃতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
রাষ্ট্রের পক্ষে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্ববক অর্পণ করেন জেলা প্রশাসক লালমনিরহাট। এরপর কালীগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ লালমনিরহাট জেলা কমিটির সভাপতি জনাব সরওয়ার মোরশেদ ফুলের শুভেচ্ছা জানান।এছাড়া বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
সকাল সাড়ে ৯টায় কালীগঞ্জে স্মৃতি সৌদ্ধ বঙ্গবন্ধুর ওপর নির্মিত ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ ও ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। একই স্থানে সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া, সব শিক্ষাপ্রতিষ্ঠানে শোক দিবসের সঙ্গে সঙ্গতিপূর্ণ আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হবে। বাদ জোহর সকল মসজিদে বিশেষ দোয়া করা হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে।