ফারুক আহমেদ সূর্য,স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোঃ ওমর ফারুক।
রবিবার (২০ আগস্ট) ২০২৩ বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে পুলিশ সুপার লালমনিরহাট মোহাম্মদ সাইফুল ইসলাম তার হাতে ২০২৩ জুলাই মাসের সার্বিক কর্মমূল্যায়নের সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
(ওসি) মোঃ ওমর ফারুক লালমনিরহাট সদর থানায় যোগদানের পরেই সবাইকে চমকে দিয়েই জুলাই মাসে ওয়ারেন্ট নিষ্পত্তি ৭১ টি, সাজা ওয়ারেন্ট ৯টি, মাদক মামলা ১৪টি,আসামি গ্রেপ্তার ২০জন, উদ্ধার গাঁজা ১২ কেজি ৪২৫ গ্রাম, ইয়াবা ৩২০ পিচ, ট্যাপেন্ডা ৫৮ টি, ফেনসিডিল ২১৯ বোতল, পরিত্যক্ত ফেনসিডিল উদ্ধার ৩০ বোতল,বিদেশি মদ ৩০ বোতল, হিরোইন ৩৬, অপহরণ, ভিকটিম উদ্ধার ২৫ জন, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১জন ও মাদকসহ নিয়মিত মামলায় গ্রেপ্তার ৬৫ এবং অন্যান্য ধারায় গ্রেপ্তার ১৯ জনসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতার পরিচয় দিয়ে এ পুরস্কার পেয়েছেন।
একই সময় লালমনিরহাট সদর থানার কর্মরত শ্রেষ্ঠ এসআই মোঃ মিজানুর রহমান,কর্মরত শ্রেষ্ঠ এএসআই মোঃ হাসানাত আব্দুল হাই শ্রেষ্ঠ পুরস্কারে পুরস্কৃত হন।
এসময় পুরস্কার তুলে দেন পুলিশ সুপার লালমনিরহাট মোহাম্মদ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুল হক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আলমগীর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ ফরহাদ ইমরুল কায়েস সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) সহ অন্যান্য অফিসারবৃন্দ।