ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাটের আদিতমারী থানা এলাকা থেকে বৃহস্পতিবার ( ৩১আগস্ট)২০২৩ আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক নেতৃত্বে আদিতমারী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-৩১৪/২০১৭ ( আদিতমারী) সংক্রান্তে মামলার ৬ ( ছয়) মাসের কারাদন্ড ও ৫০০/ (পাঁচশত) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৭ ( সাত) দিনের কারাদন্ডে দন্ডপ্রাপ্ত আসামী অমূল্য চন্দ্র রায়, পিতা-মৃত কন্টিরাম চন্দ্র রায়, সাং-গন্ধমরুয়া কাশিয়াবাড়ি ৯ নম্বর ওয়ার্ড, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাটকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকারী অফিসার-
এএসআই/মোঃ আইয়ুব আলী সঙ্গীয় ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট।