লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার চন্দ্রপুর ইউনিয়নের লতাবরের জমসের আলীর ছেলে শহিদুল ইসলাম মিলনের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বার) আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটের দিকে বড় দিঘীর পাড় ঈদগাহ মাঠ সংলগ্নে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় শহিদুল ইসলাম মিলন চাপারহাট বাজার থেকে আশার পথে তারা পদরোধ করে সন্ত্রাসী হামলা চালায়।
এ সময় কয়েকজন যুবক শহিদুল ইসলাম মিলন এর উপর দেশীয় অস্ত্র রামদা দিয়ে আক্রমণ করে ছিনতাই করে ফেলে চলে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ মেডিকেলে ভর্তি করেন। ভর্তি রেজিস্ট্রেশন নাম্বার ১১৬১৭/৬১, বেড নাম্বার ০৩।
স্থানীয় লোকজন, শহিদুল ইসলাম মিলনের পরিবারের দাবি সন্ত্রাসী হামলা হওয়ার পরও ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলও এ পর্যন্ত আসামিও ধরেনি, মামলা রেকর্ড করেনি কালিগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) অফিসার্স ইনচার্জ।
এবিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করে যানা যায় উভয় পক্ষ অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।