ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
“মুক্তির মূলমন্ত্র, ইসলামি শাসনতন্ত্র”
শ্লোগানে বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরনে,সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠ- নিরপেক্ষ জাতীয় নির্বাচন,অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ,ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন,বিদ্যুৎ-গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবীতে লালমনিরহাট রেলওয়ে মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার( ২১সেপ্টেম্বর) দুপুর ২ টায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইব্রাহিম হোসেন খাঁন এর সভাপতিত্বে
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আমিরুজ্জামান পিয়াল।
এছাড়াও সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারি আলহাজ্ব মোকছেদুল ইসলাম, সহ-সভাপতি ও (লালমনিরহাট-১ হাতীবান্ধা-পাটগ্রাম)আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মোহাম্মদ ফজলুল করিম শাহরিয়া,সহ-সভাপতি ও ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম,জয়েন্ট সেক্রেটারী ডাঃমোঃ মশিউর রহমান,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল,ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল্লাহ ও সহ-সভাপতি মাওলানা এনামুল হক,ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মোঃ মামুন ইসলাম সহ মুফতি আশরাফ আলী সহ সংগঠনের জেলা,উপজেলা,সদর ও পৌর কমিটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মাঝে নামাজের সময় হলে মঞ্চের সামনেই বৃষ্টিতে ভিজে নামাজ আদায় করেন আগত নেতাকর্মীরা।
পড়ে,সমাবেশ শেষে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।