নিজস্ব প্রতিবেদকঃ
লালমনিরহাটের আদিতমারীতে বিপুল পরিমান নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল জব্দ করেছে র্যাব-১৩।বাদামের বস্তায় সুকৌশলে ফেনসিডিল ঢুকিয়ে ট্রাকে পরিবহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে ১১৪৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশীর আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী সজল হোসেনকে ট্রাকসহ গ্রেফতার করা হয়।
এজাতীয় আরও খবর পীরগঞ্জে ৬০বোতল ফেনসিডিল উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসায়ী সহ ৫ জন গ্রেপ্তার
রংপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সজল হোসেন কালিগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনশ্যাম এলাকার নজরুল ইসলামের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধায় র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদক ব্যাবসায়ী বাদামের বস্তার আড়ালে বস্তায় ভরে সুকৌশলে ফেন্সিডিল পরিবহন করে আসছিল। এমন তথ্যের ভিত্তিত আদিতমারী উপজেলার সাপটিবাড়ী বিসিক শিল্পনগরীর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী শুরু করে। এসময় বুড়িমারী থেকে লালমনিরহাটগামী মহাসড়কে বাদাম পরিবহনে ব্যবহৃত একট ট্রাক তল্লাশি করে বাদামের বস্তার ভেতরে বাদামের সাথে ১১৪৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সজল হোসেন(২০) কে গ্রেফতার করা হয়। এবং ট্রাকটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সজল হোসেন দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এর সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তার বিরুদ্ধে আদিতমারী থানায় র্যাব বাদী হয়ে মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।