ছাতক প্রতিনিধিঃ
খেলাফত মজলিসের ঘোষিত ৮ দফা দাবী আদায়সহ ১৪ অক্টোবর ঢাকা সোহরাওয়াদী উদ্যানে মহা সমাবেশ সফলের লক্ষ্যে দেশ ব্যাপী উপজেলা-থানা পর্যায়ে কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার বিকেলে ছাতক পৌর শাখার উদ্যোগে স্থানীয় মড়ল কমিউনিটি সেন্টারে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার এবং হাফেজ মাওলানা উমাইরুল ইসলামের যৌথ পরিচালনায় ৮ দফা দাবী আদায়ের লক্ষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা শাখাওয়াত হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সদস্য ও সিলেট বিভাগীয় সহকারী যোন ইনচার্জ অধ্যক্ষ আবদুল হান্নান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা সভাপতি শায়েখ ইমাম উদ্দিন, সহ-সভাপতি মাওলানা ছদরুল আমীন, মাওলানা আকিক হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, জেলা উপদেষ্টা মাওলানা ফজলুর রহমান, জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন, জেলা যুব মজলিসের আহবায়ক ফারুক আহমদ জাবেদ, খেলাফত মজলিস ছাতক উপজেলার সভাপতি মাওলানা আবুল হাসনাত, খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হোসাইন আতিক, সুনামগঞ্জ জেলা যুব মজলিসের যুগ্ম আহবায়ক কে এম মোশাহিদ আলী, যুগ্ম আহবায়ক নাজিম বিন হক, দোয়ারাবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন সাঈদ, ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, ছাতক পৌর সহ সাধারণ সম্পাদক হাফেজ নূরে আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমীন, সহ সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক হাফেজ সিদ্দিকুর রহমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা আসাদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা লায়েক আহমদ, মাওলানা আবদুর রহিম, মাহফুজ আহমদ, শাহ আলম, মাওলানা হাসানুল হক ইনু, মাওলানা আইনুল ইসলাম, আহমদ মাছুম, এনামুল হক প্রমুখ। পরে ছাতক পৌর শহরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।