জেলা প্রতিনিধিঃ
আজ ০৪ অক্টোবর ২০২৩ তারিখ রোজ বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুড়িগ্রাম জেলা কর্তৃক আয়োজিত জেলা সমাবেশ- ২০২৩ অনুষ্ঠিত হয়। জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস, পরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ রংপুর মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, সুযোগ্য পুলিশ সুপার কুড়িগ্রাম, জনাব আলহাজ্ব মোঃ জাফর আলী, চেয়ারম্যান, জেলা পরিষদ, কুড়িগ্রাম ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখা, জনাব আমান উদ্দিন আহমেদ মঞ্জ, চেয়ারম্যান উপজেলা পরিষদ, কুড়িগ্রাম সদর ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, কুড়িগ্রাম জেলা শাখা, জনাব মোঃ কাজিউল ইসলাম, মেয়র, কুড়িগ্রাম পৌরসভা, জনাব রাজু মুস্তাফিজ, সভাপতি কুড়িগ্রাম প্রেস ক্লাব, জনাব মোঃ ইবনুল হক, সহকারী জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুড়িগ্রাম, এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইদুল আরীফ, এছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলার ৩০০ জন বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা মুক্তিযুদ্ধের সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা, ভূয়ষী প্রশংসা করেন এবং আগামী দিনে সোনার বাংলা বিনির্মাণে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের জন্য ৩ জন ভিডিপি সদস্যাকে সেলাই মেশিন, ২২ জন সদস্যকে বাইসাইকেল এবং ২৫ জন সদস্যকে ছাতাসহ সকল সদস্যকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ নাহিদ হাসান জনি, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুড়িগ্রাম।