ফারুক আহমেদ সূর্য স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাটে মোঃ আরাফাত হোসেন (১০) নামে মানসিক অসুস্থ একটি ছেলে হারিয়ে গেছে। গত ৬ দিনেও একমাত্র সন্তানের খোঁজ না পেয়ে মা আনিচা অসুস্থ হয়েছে। আরাফাতকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন পরিবারের লোকজন ও তার মা আনিচা।
আরাফাত সদর উপজেলা তিস্তার ৬নং গোকুন্ডা ইউনিয়নের পশ্চিম দালাল পাড়া গ্রামের জিয়াউর রহমান ও মাতা আনিচা বেগমের ছেলে। হারিয়ে যাওয়ার সময় তার পরণে মাটিয়া রঙের গেঞ্জি ও একটি হাফ প্যান্ট পড়া ছিল। সে স্বাভাবিকভাবে কথা বলতে পারে কম।
আরাফাতের সন্ধানে বৃহস্পতিবার (২৫ অক্টোবর ) ২০২৩ লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন মা আনিচা বেগম।
এর আগেও একবার ২২ জুলাই (শনিবার) সকাল ১০ টায় লালমনিরহাট সদর থানাধীন তিস্তার ৬নং গোকুন্ডা ইউনিয়নের দালাল পাড়া থেকে হারিয়ে যায়।
ছেলেটির সন্ধান চেয়ে লালমনিরহাট তিস্তা বাজারে ৬নং গোকুন্ডার বিভিন্ন স্থানে মাইকিং ও ফেসবুকে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
ছেলেটির সন্ধান চেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন তার মা। তিনি সন্তানের সন্ধান চেয়ে সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।