আজ ১১ নভেম্বর ২০২৩ খ্রি. সময় ১০:৩০ ঘটিকায় শিল্পকলা একাডেমি, রংপুর অডিটোরিয়াম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় এবং বিশ্ববিদ্যালয় পরিক্রমার আয়োজনে “২০২৩ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, পুঁজিবাজার, বিজ্ঞান বিষয়ক আলোচনা, মাদক নির্মূলে করণীয় এবং শিক্ষা ও বীমা বিষয়ক আলোচনা ও পুরুস্কার বিতরণ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রহমান, বিভাগীয় কমিশনার, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, রেঞ্জ ডিআইজি, রংপুর; জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর; জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর; জনাব মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা প্রশাসক, রংপুর; জনাব আসলাম হোসেন, পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর; জনাব মোঃ মাজেদ আলী বাবুল, যুগ্ন আহ্বায়ক, রংপুর জেলা আওয়ামী লীগসহ রংপুর বিভাগের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব হারুন অর রশিদ, প্রধান সম্পাদক, বিশ্ববিদ্যালয় পরিক্রমা এবং প্রকাশক ও সম্পাদক বিশ্ববিদ্যালয় পরিক্রমা নিউজবিডি.কম।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় বলেন আজকে যারা এখানে উপস্থিত আছে তোমরা সবাই মেধাবী। তোমরা সবাই সৌভাগ্যবান। আমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনা শেষ করে কম্পিউটার ব্যবহার শুরু করতে পেরেছি। তোমরা প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার পাচ্ছ। দিন দিন মেধাবীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু প্রকৃত মানবিক মানুষের সংখ্যা কমে যাচ্ছে। পুঁজিবাদের যুগে বর্তমান সময়ে শিক্ষা হয়ে গেছে করপোরেট পণ্যের মতো সবাই শিক্ষা নিয়ে ব্যবসা করছে।
শিক্ষা একটা পণ্যে পরিণত হয়ে গেছে, তাকে কর্ম উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। যার মধ্যে মানবিকতা দেশপ্রেম এগুলো ধীরে ধীরে কমে আসছে। তিনি সংগীতশিল্পী রুনা লায়লার গানের উক্তি “আমার অনেক ঋণ আছে” উল্লেখ করে বলেন শুধু তিনি নন আমরা সকলেই ঋণে আবদ্ধ। যারা এই দেশের স্বাধীন তা স্বাধীনতা এনে দিয়েছে, আজকের বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার স্বপ্ন দেখিয়েছে সেই ঋণ আমাদের পরিশোধ করতে হবে। তোমাদের মধ্যে ভবিষ্যতে কে কি হলে তাতে কিছু যায় আসে না যদি মানুষের কোন কাজে না আসতে পারো? তিনি বলেন মানুষ সৃষ্টির উদ্দেশ্য দুটি। একটি হচ্ছে সৃষ্টিকর্তার আরাধনা করা, আরেকটি হচ্ছে তিনি যা কিছু সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকুলের সেবা করা। আজ যারা ভাল মেধাবী সবাই সফল হবে না যার একটি কারণ হলো মাদক এছাড়াও ইন্টারনেটের অপব্যবহার ও তথাকথিত অপরিনত বয়সের প্রেম। তাই তিনি সকলের নিকট অনুরোধ করেন যদি কখনো অন্ধকার দেখো, তখন তুমি তোমার মনকে বলো। তখন যদি উত্তর না পাও, তখন বাবা-মার মুখের দিকে তাকিয়ে শেখো তোমার বাবা-মা তোমাকে নিয়ে কি ভাবেন? এই উত্তর যদি দিতে পারো তাহলে জীবনে তুমি সফল হবে তা না হলে তুমি আজকের মেধাবী একদিন ঝরে যাবে। তিনি বলেন আমি তোমাদের জীবনের সাফল্য কামনা করছি, তোমরা জীবনে অনেক দূর এগিয়ে যাবে, তোমাদের জীবনে ফুল ফুটুক। তিনি মেধাবী শিক্ষার্থীদের বাংলাদেশের যোগ্যতার মানবিক প্রতিনিধি হয়ে গড়ে ওঠার কামনা করেন। পরিশেষে তিনি মেধাবী শিক্ষার্থীদের সাফল্যময় জীবন কামনা করেন এবং তাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি তাঁর বক্তব্য শেষ করেন।